আমাদের তিলোত্তমার আলীনগর থেকে কলকাতা হয়ে ওঠার যাত্রাপথ খুব বৈচিত্রময় আর ঘটনাবহুল। এই যাত্রাপথের অলি গলি তে ছড়িয়ে আছে জানা অজানা অনেক গল্প - গাথা - কাহিনী। একাল ও সেকাল বিভাগে রইলো এরকমই কিছু গল্প যা অনেকেরই অল্প জানা বা অজানা । এইসব গল্প কাহিনী নিয়ে বেঁচে থাকুক আমাদের এই প্রিয় শহর ,আমাদের শেষ আশ্রয় , আমাদের তিলোত্তমা।