আমাদের বর্তমান জীবনের সঙ্গে চলতি হাওয়ার মিল আছে বিস্তর। দুটোই নিরন্তর পরিবর্তনের প্রতীক। কিন্তু এই পরিবর্তনশীল সময়ের মাঝে জীবনের আঙিনায় তৈরী হয়ে যায় কিছু সুন্দর মুহূর্ত। সেই মুহূর্তের কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে এই বিভাগের উদ্দেশ্য। ঘোরাঘুরি হোক বা সিনেমা , সমাজ হোক বা খাওয়া দাওয়া , বই হোক বা নিখাদ আড্ডা। সব কিছুর গন্ধ নিয়ে বইতে থাকবে আমাদের চলতি হাওয়া।